অত্র জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অত্র এলাকার একমাত্র নারী শিক্ষালয় হিসেবে ০১/০১/১৯৬৯ ইং সালে রাজশাহী বোর্ড কতৃক প্রথম স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সুনামের সাথে নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা পালন করে আসিতেছে।
১৯৭৪ ইং সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় গুলশান আরা রাজশাহী বোর্ডে মেয়েদের মধ্যে দশম স্থান অর্জন করে।
বিদ্যালয়টি বরাবরই এস.এস.সি এবং জে. এস. সি পরীক্ষায় পাশের হার ৯০% থেকে ১০০% এবং বরাবর অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি ও সাধারন বৃত্তি পেয়ে থাকে।
অত্র বিদ্যালয়টির পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অশেষ সুনাম রয়েছে। আন্তঃস্কুল প্রতিযোগীতায় প্রতিবছরই হ্যান্ডবল, ভলিবল ও সাঁতারে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রায় চ্যাম্পিয়ন ও রানারআপ হয় এবং পরপর দুই বার বাংলাদেশ আন্তঃস্কুল প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে।